নয়াদিল্লি: নোটের জায়গায় ডিজিটাল পেমেন্ট চালু হলে দেশের গরিব মানুষের অবস্থার লক্ষ্যণীয় উন্নতি হবে। যদি নোট বাতিলের ফলে দ্রুত ডিজিটাইজেশনের পথে হাঁটা যায়, তবে সাময়িক এই অসুবিধেয় আখেরে লাভই হবে। বললেন বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বের ধনীতম ব্যক্তি গেটস নীতি আয়োগের এক সমাবেশে বক্তৃতা দিয়েছেন। সমাবেশে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ কেন্দ্রের তাবড় মন্ত্রীরা।
গেটস পরে বলেন, সরকারি লেনদেন কখনওই নিখুঁত আর সোজাসাপটা হয় না। ফলে নোট বদলের জেরে দেশজুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা স্বাভাবিক।
গেটস বলেন, বিশাল ডিজিটাইজেশনের পথে দ্রুত হাঁটা দিয়েছে ভারত। দেশের আকারই বলে দিচ্ছে, একবার ডিজিটাইজেশন শুরু হলে ‘ডিজিটাল ইনোভেশন’ সব থেকে বেশি হবে এই দেশে। আর টাকাপয়সার লেনদেন যদি ডিজিটাল মাধ্যমে হয়, তবে তাতে সবথেকে বেশি উপকৃত হবেন গরিব জনগোষ্ঠী।
স্বচ্ছ ভারত নিয়েও গেটস দারুণ উৎসাহী। জানিয়েছেন, তাঁর বিল গেটস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে এমন একটি টয়লেট তৈরির চেষ্টা করছে, যাতে কোনও পয়ঃপ্রণালীর সঙ্গে যুক্ত না থেকেই টয়লেট থেকে বর্জ্য পরিষ্কার হয়ে যাবে।
‘কষ্ট করুন আপাতত, সুফল মিলবে’, নোট বাতিলকে সমর্থন বিল গেটসের
ABP Ananda, Web Desk
Updated at:
18 Nov 2016 09:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -