নয়াদিল্লি: পরিবহণ ক্ষেত্রে সংস্কার সংক্রান্ত বিল অনুমোদিত হল লোকসভায়। বিলে ১০০ ই-গভর্ন্যান্স সুনিশ্চিত করা, ভুয়ো লাইসেন্স পরীক্ষা, গাড়ি চুরি ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা, পথ দুর্ঘটনার ক্ষেত্রে সাহায্যকারীদের সুরক্ষা প্রদান সংস্থান সহ বিভিন্ন মৌলিক সংস্কারের সংস্থান রয়েছে।

মোটর ভেহিকল (সংশোধনী) আইন, ২০১৬ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ী বলেছেন, পরিবহণ ক্ষেত্রে দুর্নীতি দূর করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হবে। তিনি বলেছেন, ই-গভর্ন্যান্স চালু হলে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তৈরি হবে না এবং গাড়ি চুরির ঘটনাও রোখা যাবে।

বিলটি নিয়ে আলোচনার সময় বিরোধীরা একাধিক সংশোধনী প্রস্তাব আনে। যেমন, সিপিএম পথ দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর জন্য সংশোধনী এনেছিল। কিন্তু এইসব সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায় এবং বিলটি ধ্বনি ভোটে পাশ হয়।

দেশে প্রতিবছর প্রায় পাঁচ লক্ষাধিক পথদুর্ঘটনায় প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়। মোটর ভেহিকল আইনে ব্যাপক সংস্কার সাধন করে মানুষের প্রাণরক্ষাই এই বিলের মূল উদ্দেশ্য।

গড়কড়ী বলেছেন, বিজেপি সরকারের পাঁচ বছর পূর্ণ হওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। সরকার এই লক্ষ্যে কাজ করছে।