কলকাতা ও নয়াদিল্লি: বিশ্ববাংলা বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আইনি চিঠির জবাব দিলেন মুকুল রায়। বুধবারই আইনজীবী মারফত তিনি ৬৪ পাতার চিঠি পাঠিয়েছেন। এর মধ্যে ১০ পাতা জুড়ে রয়েছে তাঁর জবাব। বাকি ৫৪ পাতাজুড়ে বক্তব্যের সমর্থনে নানা তথ্য।
মুকুল রায়ের আইনজীবী সোম মণ্ডল বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই জবাব দিয়েছি। মুকুল রায় যেটা বলেননি, সেটাও অভিযোগ করেছেন। অন্য মানে বার করেছেন। চিঠি পাঠিয়েছেন। শব্দ ধরে ধরে জবাব দিয়েছি।
সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে দাবি করেন, বিশ্ববাংলার মালিকানা নিয়ে মুকুল রায় জনসভায় যে মন্তব্য করেছেন, তার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইতে হবে।
মুকুল রায়ের আইনজীবীর দাবি, পাল্টা চিঠিতে তাঁরা আবার ৭ দিনের মধ্যে অভিষেকের নোটিস প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোম মণ্ডল বলেন, মুকুল রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। ৭ দিনের মধ্যে মোটিস প্রত্যাহার করে নাও। ক্ষমা চাও। নাহলে পদক্ষেপ।
মুকুল রায়ের এই চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, তৃণমূলের লোগো নিয়ে মুকুল রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁরা যে অভিযোগ এনেছিলেন, তা তিনি কৌশলে এড়িয়ে গেছেন। বিশ্ববাংলার মালিকানা সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতেও স্পষ্ট করে কিছু জানাননি। ইচ্ছাকৃতভাবে তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই কেউ তার অপব্যবহার করতে পারেন না।
তৃণমূল অবশ্য বিষয়টি কিছু বলতে চায়নি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যার অস্তিত্ব নেই, তাকে নিয়ে কী কথা বলব। সব মিলিয়ে বিশ্ববাংলা বিতর্ক চলছেই।