নয়াদিল্লি: কর্ণাটকের একটি জনসভায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ভারতের জাতীয় গান বন্দে মাতরমের অবমাননা করেছেন বলে দাবি করল বিজেপি। ট্যুইটারে একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত ভিডিও পোস্ট করেছে কর্ণাটক বিজেপি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দলীয় এক নেতাকে বন্দে মাতরম এক লাইন গেয়েই থেমে যাওয়ার নির্দেশ দিচ্ছেন রাহুল। সেই সময় মঞ্চে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

এই ভিডিও নিয়েই কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে বিজেপি বলেছে, ‘১৯৩৭ সালে জিন্নাকে খুশি করতে বন্দে মাতরমের শেষ তিনটি স্তবক বাদ দিয়েছিলেন নেহরু। কারণ, জিন্না বলেছিলেন, এই গানে মুসলিমরা বিরক্ত হয়। আজ রাহুল গাঁধী বন্দে মাতরম এক লাইন গাইতে বললেন। এই গানটির প্রতি কংগ্রেসের অশ্রদ্ধার কথা তিনি মনে করিয়ে দিলেন। কংগ্রেসমুক্ত ভারতের জন্য কি আরও কারণ দরকার? রাহুল গাঁধীর লজ্জিত হওয়া উচিত।’



বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও এই ঘটনা নিয়ে রাহুলের উদ্দেশে তোপ দেগে বলেছেন, ‘কর্ণাটকের জনসভায় রাহুল গাঁধী বন্দে মাতরম ছোট করে এক লাইন গাওয়ার নির্দেশ দিয়েছেন। এই কারণেই আমরা তাঁকে শাহজাদা বলি। তাঁর অধিকারবোধ সাংঘাতিক। তিনি এই দেশকে পারিবারিক সম্পত্তি মনে করেন। তাঁর ইচ্ছায় কি জাতীয় গান বদলে দেওয়া যায়?’



আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন ইস্যুতে একে-অপরকে আক্রমণ করছে কংগ্রেস ও বিজেপি। গতকাল হুবলিতে রাহুলের বিমান বিভ্রাটের ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিল কংগ্রেস। এবার বন্দে মাতরম ইস্যুতে রাহুলকে পাল্টা আক্রমণ করল বিজেপি।