বেঙ্গালুরু: বিজেপি কাউন্সিলর খুন বেঙ্গালুরুর উপকণ্ঠে বোম্মাসান্দ্রা এলাকায়। মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের কাস্তের ঘায়ে প্রাণ হারানো শ্রীনিবাস প্রসাদ ছিলেন বোম্মাসান্দ্রা পুরসভার বিজেপি পুরপ্রতিনিধি।

৩৮ বছরের প্রসাদ বেশি পরিচিত ছিলেন কিথাগানাহল্লি বাসু নামে। তিনি মাথা, কাঁধে মারাত্মক আঘাত পান বলে জানিয়েছে পুলিশ। ময়না তদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে।

বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার অমিত সিংহ জানিয়েছেন, এদিন ভোরে গাড়ি থেকে নেমে সবে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তখনই আক্রান্ত হন প্রসাদ। যদিও তাঁর ওপর এই হামলা কী উদ্দেশ্যে, সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। তবে বিজেপি এ নিয়ে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে বিঁধতে ছাড়ছে না।

দলীয় কর্মীদের ওপর ক্রমাগত হামলার অভিযোগ তুলে সরকারকে নিশানা করছে। দলের রাজ্য সভাপতি বি এস ইয়েদুরিয়াপ্পা ট্যুইট করেছেন, ঘটনাটি প্রমাণ করল, রাজ্যে কংগ্রেস শাসনে আইনের শাসনের মৃত্যু ঘটেছে। বি এন বিজয়কুমার নামে এক বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, বিকালের মধ্যে অপরাধীরা ধরা না পড়লে তাঁরা অন্য পথ নেবেন। তবে বিষয়টি তিনি খোলসা করেননি। গত বছর বেঙ্গালুরুতে কুপিয়ে খুন করা হয়েছিল রুদ্রেশ নামে এক আরএসএস কর্মীকে।

সঙ্ঘের রাজ্য শাখার মিডিয়া কোঅর্ডিনেটর রাজেশ পদ্মারের দাবি, গত ২ বছরে ১০ জনের বেশি আরএসএস-বিজেপি-ভিএইচপি কর্মী নিহত হয়েছে রাজ্যে। গণতান্ত্রিক কাঠামোয় এটা বিপজ্জনক বিষয়।