নয়াদিল্লি: মেঘালয়ে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি ধর্মের রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খ্রিস্টান অধ্যুষিত উত্তর পূর্বের এই রাজ্যে বিজেপির রাজনৈতিক বিরোধীরা তাদের খ্রিস্টান-বিরোধী তকমা দিয়ে প্রচার করছে। তার মোকাবিলায় আজ গারো হিলসের ফুলবাড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বলেন, সন্ত্রাসবাদের জন্য বিপদে পড়েছে গোটা দুনিয়া। আমরা ধর্ম, জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করি না। সারা দুনিয়ার কাছে ভারতের মর্যাদা বেড়ে গিয়েছে।
কেরলের ৪৬ জন নার্স ইরাকে আইসিসের হাতে পণবন্দি হওয়ার পর তাঁর সরকার তাঁদের উদ্ধার করে আনতে ঝাঁপিয়ে পড়েছিল বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওঁরা এই দেশের মেয়ে। ওঁদের নিরাপদে পরিবারের কাছে ফিরে আসা সুনিশ্চিত করি আমরা।
তিনি আরও বলেন, আফগানিস্তানে শান্তি, ঈশ্বরের বাণী প্রচার করতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে অপহৃত হওয়া ফাদার অ্যালেক্স প্রেম কুমারকেও ১৮ মাস বাদে নিরাপদে মুক্ত করে ভারতে ফেরানো হয়েছে। আফগানিস্তানে চার্চের হয়ে কাজ করতে গিয়ে অপহৃত হওয়া পশ্চিমবঙ্গের মেয়ে জুডিথ ডিসুজাকেও মাসখানেক বাদে উদ্ধার করে দেশে ফেরানো সম্ভব হয়েছে। কেরলের কোট্টায়মের ফাদার টম উঝুন্নানিলকে আইএসের কব্জা থেকে ছাড়িয়ে আনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মেঘালয়ে পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, আমরা সব কা সাথ, সব কা বিকাশে বিশ্বাসী। সেইসঙ্গে দিল্লি থেকে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হলেও মেঘালয় যে তিমিরে ছিল, সেখানেই পড়ে আছে বলে অভিযোগ করেন মোদী।বলেন, রাস্তাঘাট বলে কার্যত কিছু নেই। কোথায় গেল টাকাগুলো! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আমরা ৫০০ কোটি টাকা পাঠাই ১১০০ কিমি রাস্তা নির্মাণের জন্য। কিন্তু অর্ধেক রাস্তাই হয়নি। যোগাযোগ সমস্যা দূর হলে মেঘালয় স্বর্গ হয়ে উঠবে। ১৮০ কোটি টাকায় শিলং বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। উড়ান প্রকল্পে উপকার হবে গোটা উত্তরপূর্বের।
পাশাপাশি রাজ্যের কংগ্রেস সরকারকে আক্রমণ করে মোদী বলেন, কমিশন ছাড়া এ জমানায় কোনও কাজই হয় না।