নয়াদিল্লি: হরিয়ানায় বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শুক্রবার রাতে গাড়িতে চন্ডীগড়ের মধ্য মার্গে এক মহিলার পিছু নিয়েছিলেন। সঙ্গে ছিলেন বন্ধু আশিস কুমার। তাঁকেও ধরেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনী মহিলা গাড়ি চালাচ্ছিলেন। তাঁর নজরে পড়ে সাদা রঙের একটি সাফারি তাঁকে ক্রমাগত অনুসরণ করছে। রাত সাড়ে ১২টা নাগাদ তিনি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে ঘটনাটি জানান। পিসিআর ভ্যান ও পুলিশের গাড়ি হাউসিং বোর্ড লাইট এলাকায় সাফারি গাড়িটি আটকে দেয়।

ডিসিপি (ইস্ট) সতীশ কুমার বলেন, আইনের স্নাতক বিকাশ চন্ডীগড়ের সেক্টর ৭-এর বাসিন্দা। আশিসও আইনের স্নাতক, বিকাশের বন্ধু। বিকাশের বাবা হরিয়ানার প্রথম সারির রাজনৈতিক নেতা। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি ধারায় দুজনকেই গ্রেফতার করেছি।

স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ অনুচ্ছেদের আওতায় মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে।

অভিযুক্তরা সেদিন সেক্টরে ৯-এ মদ্যপান করে গাড়ি নিয়ে সেক্টর ৭ থেকে ওই মহিলার পিছু নেয়। মেডিকেল পরীক্ষায় উভয়েরই মদের নেশায় আচ্ছন্ন থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা দায়ের হয়েছে এ ঘটনায়। পরে দুজনেই জামিনও পেয়ে যান। ওই মহিলা এক আইএএস অফিসারের মেয়ে।