নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পর গোয়া এবং মণিপুরেও সরকার গঠন করতে চলেছে বিজেপি। মণিপুরে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি জানিয়েছেন, রাজ্যপাল নাজমা হেপতুল্লার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। বিধানসভায় আস্থাভোটে নিজেদের শক্তি প্রদর্শন করবে বিজেপি।
এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি ছাড়াও ন্যাশনালিস্ট পিপলস পার্টি (এনপিপি) এবং নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) সমর্থনেই মণিপুরে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে জানিয়েছেন রাম মাধব।
এনপিপি সভাপতি কনরাড সাংমা বলেছেন, কেন্দ্রে তাঁরা বিজেপি-র নেতৃত্বাধীন জোট সরকারের শরিক। স্বাভাবিকভাবেই মণিপুরেও তাঁরা বিজেপি-কে সমর্থন করবেন।
মণিপুরে সরকার গড়ছে বিজেপি, দাবি রাম মাধবের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Mar 2017 09:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -