রাহুল নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেদিন আলোয়ারে জনতার মারে মারাত্মক জখম রাকবর খানকে ঘটনাস্থল থেকে মাত্র ৬ কিমি দূরে হাসপাতালে নিতে তিন ঘন্টা সময় লাগল পুলিশের, তাঁরা রাস্তায় চা খাচ্ছিল বলে ওঠা অভিযোগের উল্লেখ করে তিনি ট্যুইট করেন, এই হচ্ছে মোদীর নৃশংস নয়া ভারত, যেখানে মানবতা খতম হয়েছে, তার স্থান দখল করেছে ঘৃণা!
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও রাহুলকে আক্রমণ করেছেন। তাঁর ট্যুইট, রাহুলের পরিবারের পরিচালনায় দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটেছে ১৯৮৪-তে, ভাগলপুর, নেলি ছাড়াও আরও অনেক দৃষ্টান্ত আছে। আর সেই তিনিই সেই একই ‘শকুনের রাজনীতি’ করছেন। এমন একটি ঘটনাও বাদ নেই, যেখানে ভোটে ফায়দা তুলতে সামাজিক বন্ধন নষ্ট করার সুযোগ তিনি ছেড়েছেন।