লখনউ: মায়াবতীর বিরুদ্ধে জাতপাতের নামে ভোট চাওয়ার অভিযোগ নির্বাচন কমিশনে। গত সপ্তাহেই ধর্ম, জাতপাতের উল্লেখ করে ভোট চাওয়া যাবে না, নির্বাচনী প্রক্রিয়ায় ধর্মের কোনও ভূমিকাই নেই, তা একটি ধর্মনিরপেক্ষ বিষয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের উল্লেখ করে মায়াবতীর বিরুদ্ধে কমিশনে গিয়েছেন বিজেপির উত্তরপ্রদেশ শাখার কর্মসমিতির সদস্য নীরজ শঙ্কর সাক্সেনা। তাঁর দাবি, মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি (বসপা)-কে আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া চলবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় দলিত নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও জানিয়েছেন তিনি।
গত ৩ জানুয়ারি সাংবাদিকদের মায়াবতী জানান, ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৮৫টি সংরক্ষিত তফসিলিদের জন্য। ৮৭টি দলিত, ৯৭টি মুসলিম, ১০৬টি ওবিসি, ৬৬টি ব্রাহ্মণ, ৩৬টি ক্ষত্রিয় ও ১১টি আসন কায়স্থ, বৈশ্য ও পঞ্জাবিদের জন্য বরাদ্দ করছে তাঁর দল।
সাক্সেনার অভিযোগ, ২৪ ডিসেম্বর ও ৩ জানুয়ারির সাংবাদিক সম্মেলনে মায়াবতী জাতপাত ভিত্তিক আসন বন্টনের কথা জানিয়েছেন। কতজন মুসলিম, পিছড়েবর্গকে টিকিট দিচ্ছেন, তাও বলেছেন। তাছাড়া সব কেন্দ্রে তাঁর দলের লোকজন মুসলিম সমাজের প্রকৃত বন্ধু কারা-ঠিক করুন, শিরোনামে প্যামফ্লেটও বিলি করছে। এটাও সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপন্থী।
দাবি, বসপা-কে ভোটে দাঁড়াতে দেওয়া চলবে না, মায়াবতীর বিরুদ্ধে কমিশনে বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jan 2017 03:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -