চেন্নাই: বিচার বিভাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে তাত্ক্ষনিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। রাজা ভুল স্বীকার করায় তাঁর ক্ষমাপ্রার্থনার বয়ান নথিভুক্ত করে অবমাননার অভিযোগ সংক্রান্ত বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট।
আজ বিচারপতি সি টি সেলভম ও বিচারপতি এম নির্মল কুমারের ডিভিশন বেঞ্চে বিষয়টি উঠলে আদালতের আগের নির্দেশ মতো হাজিরা দেন রাজা। হলফনামা দিয়ে বলেন, আবেগের বশে আদালত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন, তিনি এজন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।
গত ১৭ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রনোদিত হয়েই বিজেপি নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রক্রিয়ার সূচনা করে। বিচার বিভাগের প্রতি অসম্মান দেখানোর ফলে ফ্যাসিবাদের সূচনা হতে পারে, এই অভিমত জানিয়ে রাজাকে আজ সোমবার হাজিরা দিতে বলে আদালত।
গত মাসে গণেশ মূর্তির ভাসানের শোভাযাত্রার রুট কী হবে, সে ব্যাপারে পুডুকোট্টাই জেলায় পুলিশের সঙ্গে বিতন্ডা হয়েছিল রাজার। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। আদালতের নির্দেশ থাকায় একটি বিশেষ রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না, একথা জানানো হলে রাজা পুলিশকে হিন্দু-বিরোধী, চরম দুর্নীতিগ্রস্ত বলেন, বিচার বিভাগ সম্পর্কে কিছু কটূ কথা বলেন বলে অভিযোগ ওঠে।