শিলং: ত্রিপুরা, নাগাল্যান্ডে বিজেপির সরকার নিশ্চিত হয়ে গিয়েছে। ত্রিশঙ্কু মেঘালয়ের দিকে এখন নজর সবার। একক বৃহত্তম দল হিসাবে ২১টি আসন পেয়ে সরকার গড়ার দাবি জানিয়েছে। ৫৯টি আসনে ভোট হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০টি আসন কম রয়েছে কংগ্রেসের। বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন। সূত্রের খবর, শেষ পর্যন্ত এনপিপি, ইউডিপি আরও কয়েকটি ছোট দলকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়ার শক্তি পেয়ে যেতে পারে। বিজেপি রফাসূত্র বানিয়ে ফেলেছে। তাতে নাকি বাকি ছোট আঞ্চলিক দলগুলি সকলেই রাজি। সব মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তিনটি বেশি অর্থাত্ ৩৪টি আসন জোগাড় হয়ে যাচ্ছে।
কমল নাথ, আহমেদ পটেল ও সি পি জোশী, এই তিন শীর্ষ কংগ্রেস নেতা প্রতিনিধিদল নিয়ে গতকাল রাতেই রাজ্যপাল গঙ্গা প্রসাদের সঙ্গে দেখা করেন এ ব্যাপারে।
কমলনাথ বলেন, রাজ্যপালকে আমরা প্রথা অনুসারে সবচেয়ে বড় দল হিসাবে আমাদের সবচেয়ে আগে সরকার গড়ার আমন্ত্রণ জানানোর দাবি করেছি।
রাজ্যে গত ১০ বছর কংগ্রেসই ক্ষমতায় রয়েছে। মেঘালয় কংগ্রেসের অস্থায়ী সভাপতি ভিনসেন্ট এইচ পালার আশা, ৬টি আসন জেতা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি, চারটি আসন পাওয়া পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট কংগ্রেসের সঙ্গে আসবে। তাঁরা ওই দুটি দলের সঙ্গে কথা চালাচ্ছেন বলে জানান পালা।
বিজেপিও কংগ্রেস বিরোধী সব দলকে এক ছাতার তলায় আনতে আসরে নেমে পড়েছে। বিরোধী শিবিরের ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও কেন্দ্রে, মনিপুরে তাদের জোটসঙ্গী বিজেপি জিতেছে ২১টি আসন। যদিও তারা আলাদা ভাবে লড়েছে মেঘালয়ে। বিজেপি অসম থেকে তাদের নেতা এইচ বি শর্মাকে শিলং পাঠিয়েছে এনপিপি-কে সরকার গঠনে সাহায্য করতে। তিনি গতকাল বলেন, আমরা শুধু এনপিপি ও আঞ্চলিক দলগুলিকে সরকার গঠনে উত্সাহ দিতে পারি।
পেয়েছে মাত্র ২টি, ৩৪টি আসন জোগাড় করে ত্রিশঙ্কু মেঘালয়ে সরকার গড়ার পথে বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2018 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -