নয়াদিল্লি: আর কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিজেপি শীর্ষ নেতৃত্ব।এই পরিস্থিতিতে মোকাবিলায় দলের প্রায় ১৩০-১৫০ জন বর্তমান সাংসদকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী নাও করতে পারে বিজেপি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ২০১৪-র লোকসভা ভোটে ২৮২ আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতি দলের পক্ষে অনুকূল নয়। সেজন্য প্রতিষ্ঠান বিরোধিতার খাঁড়া এড়াতে প্রায় অর্ধেক সাংসদকে টিকিট নাও দিতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের অসুস্থতার কারণে তাঁকে প্রার্থী নাও করা হতে পারে। এছাড়াও উমা ভারতী, রাধা মোহন সিংহ, সুমিত্রা মহাজন দলকে জানিয়ে দিয়েছেন যে তাঁরা ভোটে লড়বেন না। বয়সজনিত কারণে মুরলী মনোহর জোশী, কারিয়া মুন্ডা, শান্তা কুমার ও খাণ্ডুরিকে এবার প্রার্থী করা হবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে গৈরিক দল এ ব্যাপারে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রতিষ্ঠান বিরোধিতার কথা মাথায় রেখে তরুণ ও নতুন মুখকে প্রার্থী করার ব্যাপারে গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, বিজেপিকে হারাতে বিভিন্ন রাজনৈতিক দলকে একমঞ্চ আসতে দেখা যাচ্ছে। সম্মিলিত বিরোধীদের টেক্কা দিতে বিজেপি এই কৌশল নিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিরোধীদের এই একজোট হওয়া নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, মোদীকে হঠানো ছাড়া বিরোধীদের আর কোনও অ্যাজেন্ডাই নেই।
২০১৯-র লোকসভা ভোটে সুষমা-জোশী সহ ১৩০-১৫০ সাংসদকে টিকিট দেবে না বিজেপি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2018 03:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -