নয়াদিল্লি: বিরাট কোহলি দেশপ্রেমিক নন, কারণ তিনি বিয়ে করেছেন ইতালিতে! এমনই অদ্ভূত দাবি করেছেন বিজেপির মধ্যপ্রদেশের এক বিধায়ক। পান্নালাল শাক্য নামে গুনার বিজেপি বিধায়ক বলেছেন, বিরাট খ্যাতি পেয়েছেন, অর্থোপার্জন করেছেন ভারতে আর বিয়ে করতে চলে গেলেন ইতালিতে। ভগবান কৃষ্ণ, রাম এই দেশের মাটিতে বিয়ে করেছেন, আর উনি ইতালিতে। বিরাট রাষ্ট্রভক্ত হতে পারেন না।
বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য এখানেই শেষ নয়। তিনি বলেছেন, বিরাট ভারতবাসীর কাছে অনুপ্রেরণা হতে পারেন না কেননা তাঁরাই অনুপ্রেরণা হতে পারেন, যাঁরা দেশের প্রতি অনুগত, দায়বদ্ধ, দেশের হয়ে শপথ নেন। বিরাটের স্ত্রী অনুষ্কার ক্ষেত্রেও একই যুক্তি শাক্যর।
গুনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্কিল ইন্ডিয়া সেন্টারের সূচনা করেন তিনি আজ।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে খোঁচা দিয়ে বিজেপি বিধায়কটি মন্তব্য করেন, ইতালির ড্যান্সাররা ভারতে এসে কোটিপতি হয়েছেন, আর বিরাট ভারতের সম্পদ বাইরে নিয়ে গেলেন!
বিজেপি বিধায়ক বিরাটের দেশপ্রেমকে কটাক্ষ করায় কংগ্রেস চুপ করে নেই। এটা গুজরাত ভোটের ফলের প্রত্যক্ষ ফল বলে পাল্টা কটাক্ষ তাদের। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেছেন, গুজরাত খুব পরিষ্কার বার্তা দিচ্ছে। বিজেপি বুঝতে পারছে, দেশপ্রেম, জাতীয়তাবাদের মতো ইস্যু খুঁচিয়ে তুলতে না পারলে মধ্যপ্রদেশে ওরা থাকতে পারবে না। সমাজে ভাঙন ধরিয়ে গুজরাত ভোটে জিততে ওদের সর্বোচ্চ নেতা প্রাক্তন সেনাপ্রধান, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন উপরাষ্ট্রপতির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। এধরনের কৌশলে মধ্যপ্রদেশে সুবিধা হবে না বলে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতাটি।
মধ্যপ্রদেশে ২০১৮-য় বিধানসভা ভোট। শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ১৫ বছরের একটানা শাসনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া উঠছে। ব্যাপম কেলেঙ্কারি সমেত একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তাড়া করছে তাদের। ইতিমধ্যে ভিন্দ, চিত্রকূটের নির্বাচনে হেরেছে বিজেপি।
রাম, কৃষ্ণ বিয়ে করেছেন ভারতে, উনি ইতালিতে, দেশপ্রেমিক নন বিরাট! বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2017 06:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -