গাঁধীনগর: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দেবেন না বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের বিধায়ক নলিন কোটাডিয়া। পতিদার আন্দোলন দমন করার জন্য রাজ্য সরকারের কড়া অবস্থানের বিরোধিতা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। নলিন বলেছেন, ‘আমি বিজেপি-কে ভোট দেব না। কারণ, গুজরাত সরকার পতিদার সম্প্রদায়ের ১৪ জনকে হত্যা করেছে। আমাদের দাবিও পূরণ করা হয়নি। তাই আমি বিজেপি-র বিরুদ্ধে ভোট দেব।’
প্রধানমন্ত্রী ছাড়াও বিজেপি সভাপতি অমিত শাহ গুজরাতের বাসিন্দা। তাঁদের রাজ্যেই দলীয় সাংসদ এভাবে প্রকাশ্যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিরুদ্ধে ভোট দেবেন বলায় অস্বস্তিতে বিজেপি। নিলন আরও বলেছেন, দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে দু বছর আগেই সেটা করতে পারত। এখন যদি দল তাঁকে বরখাস্তও করে, তিনি পরোয়া করেন না।
এ বছরই গুজরাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এভাবে এক দলীয় বিধায়ক এভাবে বিদ্রোহ ঘোষণা করায় চাপে পড়ে যেতে পারে বিজেপি। বিরোধীরাও নতুন অস্ত্র পেয়ে যাবে।
কোবিন্দকে ভোট দেবেন না, ঘোষণা গুজরাতের বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2017 11:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -