গুয়াহাটি: অসমে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলিম অনুপ্রবেশের বিরোধিতা করায় ফোনে বিদেশ থেকে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের।


হোজাইয়ের ওই বিধায়ক শিলাদিত্য দেব বলেছিলেন, ত্রিপুরা হয়ে অসমের বরাক উপত্যকায় ঢুকছে মায়ানমারের রোহিঙ্গারা। ত্রিপুরার বাম সরকার রাজনৈতিক স্বার্থে তাদের অসমে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শিলাদিত্যর দাবি, আমি ব্রিটেন থেকে দুটি, ফিলিপাইনস থেকে একটি ফোন কল পেয়েছি। অজ্ঞাতপরিচয় লোকজন হুমকি দিয়েছে, রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলিম অনুপ্রবেশের ব্যাপারে মুখ বন্ধ না করলে আমার পরিণতি খারাপ হবে।

গতকাল ওই হুমকি ফোন পাওয়ার পর আজ হোজাই পুলিশের কাছে এ ব্যাপারে এফআইআর দায়ের করেন শিলাদিত্য।

অসমের বাংলাভাষী মুসলিমদের রাজ্যের ভূমিপুত্রের স্বীকৃতির দাবিরও তীব্র বিরোধিতা করেছিলেন তিনি।

সম্প্রতি শিলাদিত্য এও বলেন, বাংলাভাষী মুসলিমরা অসমের চর এলাকাগুলিতে বসবাস করছে। সন্ত্রাসবাদের আঁতুরঘর হয়ে উঠেছে ওইসব এলাকা। ওখানকার উন্নয়নে অর্থ পাঠানো বন্ধ করে দিক সরকার। স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা হয়।