নয়াদিল্লি:দেশের আর্থিক বৃদ্ধির হারের পতন নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। যদিও সরকারের দাবি, বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক ওঠা-পড়াই এর কারণ। শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। এরইমধ্যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বললেন, ভবিষ্যতে জিডিপি-র পরিসংখ্যানের কোনও গুরুত্বই থাকবে না। তিনি বলেছেন, এই সংখ্যাকে ভগবত গীতা বা বাইবেলের মতো সত্যি বলে ধরে নেওয়া যায় না।
উল্লেখ্য, সম্প্রতি সরকারি পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতের জিডিপি-র হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি-র হার গত ছয় বছরে সবচেয়ে কমে ৪.৫ শতাংশ হয়েছে।
এ ব্যাপারে লোকসভা বক্তব্য রাখতে গিয়ে দুবে বলেছেন, স্থায়ী উন্নতি ও সাধারণ মানুষের সুখ-সাচ্ছন্দ্য জিডিপি সংখ্যার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, জিডিপি ১৯৩৪-এ এসেছে। এর আগে জিডিপি ছিল না। শুধুমাত্র জিডিপি-কে বাইবেল, রামায়ণ বা মহাভারতের শব্দের মতো সত্য মেনে নেওয়া ঠিক নয় এবং ভবিষ্যতে জিডিপি খুব একটা কার্যকরী থাকবে না।
জিডিপি-র পরিসংখ্যানকে অপ্রসাঙ্গিক হিসেবে মন্তব্য করে দুবে বলেছেন, বর্তমানের নতুন তত্ত্ব হল, সাধারণ মানুষের স্থায়ী অর্থনৈতিক উন্নয়ণ হচ্ছে কিনা। স্থায়ী উন্নতি ও সুখ জিডিপি সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ।