লখনউ: উত্তরপ্রদেশের উন্নাওয়ে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে যখন দেশজুড়ে প্রতিবাদের ঝড়, তখন একটি নাইটক্লাবের উদ্বোধন করে বিতর্কে জড়ালেন সেখানকার সাংসদ সাক্ষী মহারাজ। এই নাইটক্লাবটি লখনউয়ের আলিগঞ্জ অঞ্চলে অবস্থিত। গতকাল সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে যান এই সাংসদ।

অতীতে একাধিকবার মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ান সাক্ষী মহারাজ। কিছুদিন আগেই তিনি বলেন, পার্কে ও গাড়িতে যুগলদের ‘কুরুচিকর’ আচরণের কারণেই ধর্ষণ হয়। ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকেও সমর্থন করেছিলেন সাক্ষী মহারাজ। সেই তিনিই নাইটক্লাবের উদ্বোধনে যাওয়ায় অনেকের চোখ কপালে উঠেছে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাক্ষী মহারাজ অবশ্য দাবি করেছেন, তিনি না জেনেই নাইটক্লাবের উদ্বোধনে যান। উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডের কাছে এ বিষয়ে অভিযোগও জানিয়েছেন সাক্ষী মহারাজ। তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি রজ্জন সিংহ বলেছিলেন, তাঁর জামাইয়ের রেস্তোরাঁর উদ্বোধনে যেতে হবে। তাই আমি সেখানে গিয়েছিলাম। সেটা যে নাইটক্লাব, আমাকে বলা হয়নি।’