নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজধানীতে রাজনৈতিক তত্পরতা তুঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নিয়ে সহমতে পৌঁছতে শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ ও বেঙ্কাইয়া নাইডু । কিন্তু কারও নাম নিয়ে আলোচনা করা হয়নি। সরকারপক্ষ কারও নাম প্রস্তাব না করায় ক্ষোভপ্রকাশ করেছেন ইয়েচুরি। তাঁর দাবি, এই বৈঠকে আখেরে জনসংযোগ রক্ষা ছাড়া আর কিছু হল না। তাঁরা সমর্থন করবেন কি না সেই প্রশ্ন করলেও, বিজেপি নেতারা কারও নাম বলেননি। তাঁরা বলেন, প্রার্থীর নাম স্থির করার জন্য আরও সময় দরকার। কারও নাম নিয়ে আলোচনা না হওয়ায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও বিজেপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'আমরা আশা করেছিলাম বিজেপি এক বা একাধিক নাম প্রস্তাব করবেন। সেক্ষেত্রে কংগ্রেস সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। কিন্তু সেটা হল না।' বিরোধীদের অভিযোগ খারিজ করে বিজেপির দাবি, সর্বসম্মত প্রার্থীর বিষয়ে সমর্থন আদায় করা এবং বিরোধীদের মতামত জানার জন্যই তাঁদের সঙ্গে বৈঠক করা হয়।


শুক্রবার প্রথমে সনিয়ার ১০, জনপথের বাসভবনে গিয়ে প্রায় আধঘন্টা বৈঠক করেন রাজনাথ ও বেঙ্কাইয়া। বৈঠকে সনিয়া ছাড়াও ছিলেন কংগ্রেসের দুই প্রবীন নেতা গুলাম নবি ও মল্লিকার্জুন খাড়গে। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। সনিয়ার সঙ্গে বৈঠকের পর রাজনাথ ও বেঙ্কাইয়া সিপিএমের সদর দফতরে গিয়ে ইয়েচুরির সঙ্গেও আলোচনা করেন। এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপি নেতারা। তাঁরা মুলায়ম সিংহ যাদব এবং মায়াবতীর প্রতিনিধি সতীশ মিশ্রর সঙ্গেও দেখা করেছেন। বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীর সঙ্গেও আলোচনা করেছেন রাজনাথ ও বেঙ্কাইয়া।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে সহমতে পৌঁছতে কেন্দ্রের শাসক দল বিজেপি এই প্রথম বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করল বিজেপি। বিরোধীদের সঙ্গে আলোচনা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই কমিটির তৃতীয় সদস্য অরুণ জেটলি এখন বিদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ তারিখ বিদেশ সফরে যাবেন। বিজেপি সূত্রে খবর, তার আগেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে ফেলা হবে।