ভুবনেশ্বর: উত্তর জয়ের পর বিজেপির নজর এখন পূবে। তাদের টার্গেট বাংলা। বঙ্গ জয়ের লক্ষ্যে রণকৌশল তৈরি করতে বাংলা লাগোয়া ওড়িশাকে বেছে নিয়েছে বিজেপি। শনিবার থেকে ভুবনেশ্বরে শুরু হওয়া দলের দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে হাজির নরেন্দ্র মোদি-অমিত শাহরা। সূত্রের খবর, এ দিনের বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বার্তা দেন, এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি। বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে।

 


সম্প্রতি ওড়িশায় পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে দু’নম্বরে উঠে এসে নবীন পট্টনায়কের বিজু জনতা দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। বাংলাতেও উপনির্বাচনে তাদের বাড়বাড়ন্ত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যে দক্ষিণ কাঁথিতে বিজেপি মাত্র ৮.৭৬% ভোট পেয়েছিল, এবার সেখানেই উপনির্বাচনে ৩০.৯৭ শতাংশে ভোট পেয়ে তারা চলে এসেছে দ্বিতীয় স্থানে। এই প্রেক্ষাপটেই বিজেপির টার্গেট এখন যেমন ওড়িশা, তেমনই বাংলা।
গতকাল বাংলায় দাঁড়িয়ে পরিবর্তনের স্লোগান তোলেন মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী রাজনাথ সিংহও। আগলি বার বিজেপি সরকার, বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
তৃণমূলের পাল্টা কটাক্ষ, বিজেপির বাংলা জয়ের এই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাস্তবের সঙ্গে যোগ নেই ওদের, অনেকটা পথ হাঁটতে হবে।
শনিবার ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পরেই ‘রোড শো’ করেন নরেন্দ্র মোদী। রবিবার তাঁর সভা করার কথা।