নয়াদিল্লি: রাখির উপহার হিসাবে রাজ্যে মদ নিষিদ্ধ করুন। এমনই আবেদন করে রাখির সঙ্গে একটি চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে পাঠিয়েছিলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ সরোজ পান্ডে। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল অবশ্য উপহার হিসেবে সরোজকে একটি ‘লুগড়া’ শাড়ি পাঠিয়ে দাবি করেছেন, রাজ্যে মদ-নিষিদ্ধ করার জন্য তাঁর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে।
২০১৮ সালে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের আগে দলীয় ইস্তহারে কংগ্রেস মদ নিষিদ্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রসঙ্গ তুলেই বাঘেলকে তা পূরণের আবেদন করেন সরোজ। বলেন, আপনি রাজ্যে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাখির সময়ে সেই প্রতিশ্রুতি পূরণটাই উপহার হিসেবে পেতে চাইছেন রাজ্যের বোনরা। রাজধর্ম পালনের অর্থ যে প্রতিশ্রুতি পূরণ করা, সে কথাও মনে করিয়ে দেন সরোজ।
তারই উত্তরে বাঘেল বলেন, আপনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ছত্তিশগড়ের পূর্বতন মুখ্যমন্ত্রী রমণ সিংহকেও রাখি পাঠিয়ে তাঁদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে বলতেন, তবে আমার খুব আনন্দ হোত।
তবে সরোজের সমর্থনেও গলা মিলিয়েছেন অনেকে। এটা বাস্তব যে গতবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে মদ নিষিদ্ধ করা কংগ্রেসের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল। এই ইস্যুতেই রাজ্যের বিরাট সংখ্যক মহিলা কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। উল্লেখ্য ছত্তিশগড়ে ভোটারদের পঞ্চাশ শতাংশই মহিলা। বলা বাহুল্য যে তাঁরা ভোটের ফলাফলে একটি মস্ত বড় ফ্যাক্টর। মদ নিষিদ্ধ করা নিয়ে ২০১৯ সালে কংগ্রেস সরকার স্বেচ্ছাসেবী, সমাজসেবী ও রাজনীতিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছে বটে, তবে এখনও কাজ তেমন কাজ এগয়নি।
‘রাখির উপহার’ দিন মদ নিষিদ্ধ করে, মহিলা বিজেপি সাংসদের দাবি, পাল্টা শাড়ি পাঠালেন মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ে তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2020 11:25 AM (IST)
রাখির উপহার হিসাবে রাজ্যে মদ নিষিদ্ধ করুন। এমনই আবেদন করে রাখির সঙ্গে একটি চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে পাঠিয়েছিলেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ সরোজ পান্ডে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -