নয়াদিল্লি: কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের কংগ্রেস না বলে বরং 'মুসলিম লিগ কংগ্রেস' বলে ডাকা হোক। কংগ্রেসকে তোপ দেগে বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে ক্ষমা চাইতে হবে, দাবি করে এআইএমআইএম নেতা আকবরউদ্দিন ওয়েইসি নিজেকে 'নয়া জিন্না' বলে তুলে ধরছেন বলেও অভিযোগ করেন সম্বিত।
তিনি বলেন, দিনদুই আগে কংগ্রেস নেতা অশোক চহ্বান বলেছেন, মুসলিমরা বলেছিল, বিজেপি তাদের প্রধান শত্রু। তাই বিজেপিকে ঠেকাতে আমাদের শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার করা উচিত। মুসলিম ভাইদের আবেদনে সাড়া দিয়েই আমরা মহারাষ্ট্রে সরকার গড়েছি শিবসেনাকে নিয়ে। একজন প্রাক্তন মুখ্য়মন্ত্রীর মুখে এমন তোষণমূলক কথা শোনা যাচ্ছে।
সম্বিতের প্রশ্ন, এর মানে কি কংগ্রেস মুসলিমদের এবং শুধুই মুসলিমদের অনুমতি নিয়ে সরকার গড়ে? হিন্দু আর অন্য সম্প্রদায়ের কথা ভাবেই না? কংগ্রেসের নাম বদলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, ডাকা হোক মুসলিম লিগ কংগ্রেস নামে। ওরা শুধুই মুসলিমদের কথা বলে, ওদের মধ্যে বিভাজন ঘটাতে চায়।
জিন্না আর জওহরলাল নেহরুর ব্যক্তিগত উচ্চাকাঙ্খার জন্যই দেশ ভেঙেছে বলেও অভিমত জানান বিজেপির জাতীয় মুখপাত্র।


গতকালই একটি ভিডিও প্রকাশ্যে আসে যাতে অশোক চহ্বানকে বলতে শােনা যায়, মুসলিম ভাইয়েরা চাপ দিয়েছিলেন, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে হবে। সেজন্যই শিবসেনার হাত ধরেছে কংগ্রেস। রাজ্য়ে একটা জোট সরকার আছে। গত পাঁচ বছরে বিজেপি ক্ষমতায় থাকাকালে রাজ্যের যে লোকসান হয়েছে, তার পুনরাবৃত্তি এড়াতেই কংগ্রেস সরকারে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের মুসলিম ভাইয়েরাও বলতে থাকেন, বিজেপি সবচেয়ে বড় শত্রু। তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে আমাদের সরকারে যোগ দিতে হবে।