হায়দরাবাদ:  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ বন্দারু দত্তাত্রেয়র ২১ বছরের ছেলের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গতকাল রাতে মৃত্যু হয় তাঁর।




প্রাক্তন মন্ত্রীর ছেলে বন্দারু বৈষ্ণব ডাক্তারি পড়ছিলেন, তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সূত্রের খবর, গতকাল রাতে রামনগরে নিজের বাড়ির লোকের সঙ্গে নৈশভোজ করছিলেন তিনি। আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। ছেলেকে সঙ্গে সঙ্গে গুরুনানত কেয়ার হাসপাতালে নিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। সেখানকার চিকিৎসকরা আশ্বস্ত করেন, ২১ বছরের তরুণ শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। এরপর রাত সাড়ে বারোটা নাগাদ বৈষ্ণবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই খবর জানাজানি হওয়ার পর হাসপাতালে যান হায়দরাবাদের মেয়র বন্থু রামামোহন। রাজ্য বিজেপির সভাপতি ডক্টর কে.লক্ষ্ণন এবং অন্যান্য বিজেপি নেতারাও হাসপাতালে যান রাত তিনটে নাগাদ। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দত্তাত্রেয় যিনি নিজেও হার্টের অসুখে আক্রান্ত, তাঁকে খবরটা সকালে জানানো হয়।