মুম্বই: ঠানে জেলার মীরা-ভায়ন্দার পুরসভা নির্বাচনে শরিক শিবসেনা, বিরোধী কংগ্রেস ও এনসিপি-কে ধুয়েমুছে সাফ করে বিপুল জয় পেল বিজেপি। ৯৫টি-র মধ্যে ৬১টি আসনে জয়ী হয়েছে তারা। শিবসেনা ২০১২-য় পেয়েছিল ১৫টি আসন। এবার আসনসংখ্যা বেড়ে হয়েছে ২২। এবার আলাদা লড়েছে বিজেপি, শিবসেনা। ফলে আসন সংখ্যা বাড়লেও বিজেপির থেকে অনেক পিছিয়ে পড়েছে উদ্ধব ঠাকরের দল।

সবচেয়ে হাল খারাপ এনসিপি-র। ২০১২-য় যারা পেয়েছিল ২৬টি আসন, এবার তাদের আসন সংখ্যা শূন্য। কংগ্রেসের আসন সংখ্যা ১৯ থেকে নেমে এসেছে দশে। গতবার একটি আসন পেলেও রাজ ঠাকরের এমএনএস-এর একটিও জোটেনি এবার।

মহারাষ্ট্রজুড়ে গ্রাম ও শহরে পুরভোটে গত বছর থেকেই দাপট শুরু হয়েছে বিজেপির। সেই ধারা অব্যাহত রয়েছে। ২০১২-য় মীরা-ভায়ন্দার পুরসভায় বিজেপি ৩২টি আসনে জিতেছিল। এবার আসন সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

কয়েক মাস আগে বিজেপি পানভেলে পুরভোটে জয়ী হয়। মুম্বই মেট্রপলিট্যান রিজিয়নে এই নিয়ে দ্বিতীয় পুরসভা দখল করল তারা।




মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবীশ 'বিজেপির বিপুল জয়ে' উচ্ছ্বসিত। তিনি ট্যুইট করেছেন, এবার উন্নয়ন হবেই। আমরা অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণে সফল হব। চমকপ্রদ জয়ের জন্য নেতা, কর্মীদের অভিনন্দন।

মীরা-ভায়ান্দারের বাসিন্দাদের আমাদের ওপর আস্থা রাখায় ধন্যবাদ জানাই। দ্রুত উন্নয়ন হবে, কথা দিচ্ছি।




প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী 'বিশ্বাস ও বিকাশে'র যে ঢেউ তৈরি করেছেন এবং টিম বিজেপির প্রয়াস, এই দুয়ের জোরেই এই সাফল্য এসেছে বলে মন্তব্য করেন তিনি।

.