আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কর্মী, জম্মু ও কাশ্মীরের তিন চিত্র সাংবাদিক চান্নি আনন্দ, মুখতার খান ও দার ইয়াসিন ২০২০-র পুলিত্জার পুরস্কার পেলেন কাশ্মীর উপত্যকার ‘চমকে দেওয়া জীবনযাত্রার ছবি’ তুলে ধরায়। ফিচার ফটোগ্রাফি বিভাগে তাঁদের তোলা ছবি আলোড়ন তুলেছে।
প্রাক্তন কংগ্রেস সভাপতি ট্যুইটে লেখেন, ভারতীয় চিত্র সাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান ও চান্নি আনন্দকে জম্মু ও কাশ্মীরের জীবনযাত্রার শক্তিশালী, জীবন্ত ছবি তুলে ধরে পুলিত্জার পুরস্কার পাওয়ায় অভিনন্দন। আমাদের সবাইকে আপনারা গর্বিত করলেন।
যদিও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, যারা কাশ্মীরকে ‘বিতর্কিত ভূখণ্ড’ মনে করে, তাদেরই অভিনন্দন জানিয়েছেন রাহুল।
দেশবিরোধী রাহুল গাঁধী "anti-national Rahul Gandhi" হ্যাশট্যাগ দিয়ে পাত্র ট্যুইট করেন, কাশ্মীরকে ‘বিতর্কিত এলাকা’ বলে দেখিয়ে যারা একটা পুরস্কার পেয়েছে, তাদেরই আজ অভিনন্দন জানালেন রাহুল। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ না হওয়া নিয়ে রাহুল গাঁধীর সঙ্গে কি তাঁরা একমত, বলুন সনিয়া গাঁধী, কংগ্রেস নেতৃত্ব।
পাত্র কয়েকটি ছবি শেয়ার করেও সেগুলি পুরস্কারবিজয়ী সাংবাদিকদের একজনের তোলা বলে জানিয়ে রাহুলকে প্রশ্ন করেন, তিনি ছবিগুলির বক্তব্য সমর্থন করেন কিনা।