চেন্নাই: ও পনীরসেলভম বনাম শশীকলা নটরাজন নাটক ক্লাইম্যাক্সের দিকে এগনোর মধ্যেই সামনে এসেছে এমন একটি খবর, যা তামিলনাড়ুর রাজনীতির খোলনলচে বদলে দিতে পারে। সুপারস্টার রজনীকান্ত নাকি নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন। শোনা যাচ্ছে, বিজেপির হাত রয়েছে এর পিছনে।
এক সংবাদ মাধ্যম দাবি করেছে, বিজেপি চায়, রজনীকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তামিল জনতার সামনে তুলে ধরা হোক। আরএসএসের এক বরিষ্ঠ নেতা নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তামিল রাজনীতিতে বরাবরই লার্জার দ্যান লাইফ ফিগারের কদর বেশি। সদ্যপ্রয়াত জয়ললিতাই হোন বা এমজি রামচন্দ্রন- পর্দার নায়ক নায়িকাদের রাজনীতির আঙিনায় স্বচ্ছন্দ আনাগোনা রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও খবর, অমিতাভ বচ্চন রজনীকে রাজনীতিতে আসতে বারণ করেছেন। তাঁর সংক্ষিপ্ত রাজনীতিক জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে সেই ‘ভুল’ না করার জন্য তামিল সুপারস্টারকে পরামর্শ দিয়েছেন তিনি।
আর এক বর্ষীয়াণ তামিল অভিনেতা ও রজনী ঘনিষ্ঠ কমল হাসান অবশ্য পনীর-শশী দ্বন্দ্বে প্রকাশ্যেই সমর্থন করেছেন পনীরসেলভমকে। মনে করা হচ্ছে, তাঁর সেই অবস্থানে রজনীরও সমর্থন রয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তামিল রাজনীতিতে রজনীকান্তকে খুঁটি করে এগোতে চায় বিজেপি
ABP Ananda, Web Desk
Updated at:
11 Feb 2017 01:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -