নয়াদিল্লি: নিতিন গডকরী, আরএসএস নরেন্দ্র মোদীকে খুন করে মুসলিম, কমিউনিস্টদের ঘাড়ে দায় ঠেলে মুসলিমদের পিটুনি দেওয়ার ছক কষছে বলে মনে হচ্ছে, এই ট্যুইট করায় জেএনইউয়ের নেত্রী শেহলা রশিদের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করল বিজেপির যুবশাখা ভারতীয় জনতা যুবমোর্চা।
তাদের বক্তব্য, শেহলা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অশোভন মন্তব্য করেছেন। পার্লামেন্ট স্ট্রিট থানায় ভিযোগ দায়ের করেছেন যুব মোর্চার প্রতিনিধি। পুলিশ বলেছে, তারা অভিযোগ পেয়েছে, তবে কোনও এফআইআর দায়ের হয়নি, অভিযোগ তদন্ত করে দেখা যুবমোর্চার বক্তব্য, ওই ট্যুইট ভিত্তিহীন, একেবারেই মিথ্যা, মনগড়া অভিযোগ, যার কোনও প্রমাণই নেই। আরএসএস, গডকরী প্রধানমন্ত্রীকে খুনের চক্রান্ত করছেন বলে ভিত্তিহীন অভিযোগ এনে দেশে অস্থিরতা, নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা হচ্ছে।
পুনে পুলিশ ১৯৯১-এ রাজীব গাঁধীকে যেভাবে হত্যা করা হয়, সেই একই কায়দায় মোদীকে খুনের মাওবাদী ছক ফাঁস করার দাবি করার পর গত ৯ জুন শেহলা ট্যুইটটি করেন।
গডকরীও পাল্টা হুঁশিয়ারি দেন, যে সমাজবিরোধীরা এ ধরনের অবাস্তব মন্তব্য করছে, ব্যক্তিগত আক্রোশ মেটাতে চাইছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। যদিও তারপর শেহলা সাফাই দেন, মোদীকে খুনের চক্রান্তের অভিযোগের খবরের পাশাপাশি জেএনইউয়ের ছাত্র উমর খালিদ, তাঁর বাবা এসকিউআর ইলিয়াসের ছবি দেখিয়ে মিডিয়ায় যেভাবে ভিত্তিহীন প্রচার চলছে, তাকে ব্যঙ্গ-বিদ্রূপ করতেই তিনি ওই ট্যুইট করেছেন।