নয়াদিল্লি: সবুজ সঙ্কেত মিললে এবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি, নিরাপত্তাবাহিনী এনকাউন্টার ও জঙ্গিদের হাতে পণবন্দি হওয়ার ঘটনায় নামানো হবে ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদের। সন্ত্রাস দমনকারী এনএসজি বাহিনীকে কাশ্মীরে মোতায়েনের প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্মতি দেওয়া হলে বাহিনীর ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদেরও দেখা যাবে প্রবল ঝুঁকি, বিপদের আশঙ্কার মধ্যে জঙ্গি হামলা, নাশকতা মোকাবিলায় সেনা, সিআরপিএফ ও রাজ্য পুলিশের পাশে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসার বলেছেন, কাশ্মীরে এনএসজি জওয়ানদের সন্ত্রাসবাদীদের সঙ্গে টক্কর দেওয়া, পণবন্দি হওয়ার ঘটনা মোকাবিলায় ট্রেনিং দেওয়া হয়েছে।
অবশ্য এই প্রথম নয়, জম্মু ও কাশ্মীরে অতীতেও নামানো হয়েছে এনএসজি কম্যান্ডোদের। জঙ্গি ডেরায় ঢুকে অভিযান চালিয়ে তাদের পণবন্দিদের উদ্ধার করে আনার বিশেষ দক্ষতা কোনও এলাকাকে সন্ত্রাসবাদীদের দখলমুক্ত করায় সহায়ক হতে পারে বলে জানান ওই অফিসার।
সম্প্রতি তেলঙ্গানায় এনএসজি-র এক অনু্ষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, দেশের সামনে নিরাপত্তাজনিত নতুন চ্যালেঞ্জের মুখে ওই বাহিনীর ভূমিকা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে সরকার ভাবছে, কেননা তাদের কম্যান্ডোরা সেইসব অভিযানে 'বড় ভূমিকা' পালন করতে পারেন যেখানে সন্ত্রাসবাদীরা কোনও লোককে মানবঢাল হিসাবে সামনে রেখে সাধারণ মানুষের বাড়িতে ঢুকে রয়েছে।
কাশ্মীরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রবল ঝুঁকি নিয়ে অভিযান চালাতে গিয়ে এনকাউন্টারে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের মৃত্যুর ঘটনা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এনএসজি কম্যান্ডো মোতায়েনের এই উদ্যোগ।
এনএসজি কম্যান্ডোদের সুযোগ দেওয়া হলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী দমন অভিযানে নিযুক্ত বাহিনীর শক্তি, সংখ্যাও বেড়ে যাবে বলে জানান আরেক সরকারি কর্তা।
সাধারণত, একটি ছোট এনএসজি ইউনিটে থাকেন ৫ জন কম্যান্ডো, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা। নেতৃত্ব দেন নন-কমিশনড কোনও অফিসার। কম্যান্ডোরা অত্যাধুনিক হেকলার, কোচ এমপি৫ সাবমেশিন গান, স্নাইপার রাইফেল, প্রাচীর ভেদকারী রাডার ও সি-৪ বিস্ফোরক, যা ব্যবহার কোথাও ভিতরে আটকে থাকা জঙ্গিদের খতম করে ফেলা যায়, সেই বাড়ির কাঠামোর বড়সড় ক্ষতি না করেই।
এনএসজি বাহিনী তৈরি হয়েছিল ১৯৮৪ সালে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে চালানো অপারেশন ব্লু স্টার অভিযানের পর। প্রায় ৭৫০০ জওয়ান কাজ করেন বাহিনীতে।
২৬/১১-র মুম্বই সন্ত্রাসবাদী হামলা, ২০১৬-র বায়ুসেনার পঠানকোট ঘাঁটিতে জঙ্গি হামলা করা সন্ত্রাসবাদীদের মোকাবিলায় যেমন ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদের নামানো হয়েছিল, তেমনই তাদের কাজে লাগানো হয়েছিল গুজরাতে অক্ষরধাম মন্দিরে হামলা করা জঙ্গিদের নিকেশ করতেও।
এবার কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলায় সেনা, সিআরপিএফ, পুলিশের সঙ্গে এনএসজি-র ব্ল্যাক ক্যাট কম্যান্ডো? ভাবছে কেন্দ্র
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2018 03:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -