নয়াদিল্লি: দিল্লিতে আব্দুল কালাম আজাদ রোডে বিস্ফোরণ।  বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিস্ফোরণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। গাড়িগুলি সেখানে পার্ক করা ছিল। এখনও হতাহতের কোনও খবর নেই।  ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। এটি আইইডি বিস্ফোরণ হতে পারে বলে অনুমান। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ইজরায়েলি দূতাবাসের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক দল। ফুটপাতের কাছে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ফুটপাতের কাছে লুকিয়ে রাখা হয়েছিল আইইডি।

বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর।

জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। সূত্রের খবর, ঘটনাস্থলে এসেছেন এনআইএ আধিকারিকরাও। ইজরায়েলি দূতাবাসের ১৫০ মিটার দূরে একাধিক গাড়ি দাঁড়িয়ে ছিল। সেখানেই বিস্ফোরণ হয়। বিকেল পৌনে ছয়টা নাগাদ এই বিস্ফোরণ হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, ৫ এপিজে আব্দুল কালাম রোডের কাছে জিন্দর হাউসের পাশে আইইডি রাখা হয়েছিল। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সম্পত্তিতে কোনও ক্ষতি হয়নি। পাশে দাঁড়ানো তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়।

তদন্তকারীদের অনুমান, মানুষের মনে আতঙ্ক তৈরির উদ্দেশেই এই বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতীরা।

বিস্তারিত একটু পরেই...