মাদুরাই: এবার তামিলনাড়ুর মাদুরাইতে ব্লু হোয়েল গেমের শিকার হলেন এক কলেজ ছাত্র। ভিগ্নেশ নামে ওই পড়ুয়া গতকাল বিকেল সোয়া চারটে নাগাদ গলায় দড়ি দিয়েছেন।
১৯ বছরের ভিগ্নেশের বাড়ি থিরুমাঙ্গালমে, তিনি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাঁ হাতে একটি তিমির ট্যাটু ব্লেড দিয়ে খোদাই করা ছিল, নীচে লেখা ছিল ব্লু হোয়েল।
যে ঘরে তিনি আত্মহত্যা করেছেন, সেখান থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, ব্লু হোয়েল- এটা কোনও খেলা নয়, বিপদ। একবার ঢুকলে আর বার হতে পারবে না।
ভিগ্নেশের বন্ধুরা পুলিশকে বলেছেন, ফোনে ব্লু হোয়েল খেলতেন তিনি।
অসমে অবশ্য একটুর জন্য বেঁচেছে ব্লু হোয়েলের নেশায় মেতে ওঠা এক ছাত্র। দশম শ্রেণির ওই ছাত্র মঙ্গলবার রাতে খেলার শেষ ধাপে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু বাড়ির লোক টের পেয়ে যাওয়ায় বেঁচে যায়। এখন সে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি।
এই ছেলেটির শিক্ষকরা তার ব্যবহারে কিছু পরিবর্তন দেখে বাবা মাকে খবর দেন, তার হাতেও ব্লু হোয়েল খোদাই করা ছিল।
ঢুকে পড়েছি, আর বার হওয়ার উপায় নেই; সুইসাইড নোট রেখে গলায় দড়ি ব্লু হোয়েল চ্যালেঞ্জ নেওয়া তামিলনাড়ুর ছাত্রর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 09:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -