পন্ডিচেরি: পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গলায় দড়ি দেওয়ার পর এক সপ্তাহও হয়নি। ফের ওই কেন্দ্রশাসিত এলাকা থেকে আরও দুটি ব্লু হোয়েল সংক্রান্ত ঘটনা সামনে এল। তবে এ ক্ষেত্রে দুজনকেই উদ্ধার করা গিয়েছে।


প্রথম ঘটনাটির মুখ্য চরিত্র প্রিয়া। ২১ বছরের মেয়েটি সরকারি ব্যাঙ্কে চাকরি করেন। গতকাল সকালে এক বন্ধুকে ফোন করে তিনি বলেন, এখন তিনি কোথায় আছেন জানেন না। বলেই ফোন কেটে দেন। ভয় পেয়ে তাঁর বন্ধু খবর দেন পুলিশে। তাদের তল্লাশি দল সমুদ্রের এক উপকূল থেকে একা বসে থাকা মেয়েটিকে উদ্ধার করে। ফোন পরীক্ষা করে দেখা গিয়েছে, তিনি ব্লু হোয়েল গেম খেলছিলেন। তাঁর বাবা মাকে জানানো হয়েছে এ ব্যাপারে।

আর একটি ঘটনায় এক টিনএজার ফেসবুকে ভিডিও পোস্ট করে জানিয়েছে, ব্লু হোয়েল চ্যালেঞ্জের ফাঁদে পড়েছে সে। ওখান থেকে বার হওয়ার জন্য সে মানুষের সাহায্য চায়।

ভিডিওয় ছেলেটি বলেছে, ৩ মাস আগে ফেসবুকেই সে ব্লু হোয়েলের লিঙ্ক পায়। ওই গেম ডাউনলোড করার জন্য সে আফশোস করছে। তার অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে হ্যাক হয়ে যায়, যাবতীয় তথ্য চলে যায় হ্যাকারদের কাছে। তার সঙ্গে যে অ্যাডমিন কথা বলে তার নাম জন্টি জন। জন্টি তামিল জানে না, তাই ফেসবুকে তামিলে ভিডিও পেস্ট করেছে সে।