নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় মারণ গেম ব্লু হোয়েল খেলতে গিয়ে একাধিক পড়ুয়ার মৃত্যুর জেরে এবার নড়েচড়ে বসল সিবিএসই। সব স্কুলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা করার জন্য নির্দেশিকা জারি করা হল। সব কম্পিউটারে ব্লু হোয়েলের মতো বিপজ্জনক অনলাইন গেম ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা স্কুলের কম্পিউটারগুলিতে কী ধরনের সফটওয়্যার ব্যবহার করছে এবং ইন্টারনেটে কী করছে, তার উপরেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার সার্চ ইঞ্জিনগুলিকে ব্লু হোয়েল চ্যালেঞ্জের লিঙ্ক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই সারা দেশে ১৮,০০০ স্কুলকে পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষার নির্দেশ দিয়েছে সিবিএসই। এই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু শিশুরা যদি সুরক্ষার বিষয়ে সচেতনতা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে, তাহলে তারা প্রতারণা বা অন্যান্য বেআইনি কার্যকলাপের ফাঁদে পড়তে পারে। এছাড়া আরও বড় কোনও বিপদেরও আশঙ্কা থাকছে। সেই কারণেই ইন্টারনেট সুরক্ষার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। পড়ুয়ারা ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করছে, তার উপর স্কুলগুলিকে নজর রাখতে হবে। স্কুলগুলিকেও এ বিষয়ে নীতি প্রণয়ন করতে হবে।

সিবিএসই-র এক আধিকারিক বলেছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্লু হোয়েলের লিঙ্ক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ছাত্র-ছাত্রীরা কোনও বিপজ্জনক গেম খেলছে কি না বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কি না, তার উপরে স্কুলগুলিকে নজর রাখতে হবে। ইন্টারনেটের সুরক্ষার বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে হবে।