মুম্বই: প্রেমিকার বাড়িতে আর্থিক অনটন চলছে। অভাবের চোটে প্রেমের গায়ে যাতে আঁচড় না লাগে তা নিশ্চিত করতে মুম্বইয়ের এক ১৬ বছরের কিশোর নিজেরই অপহরণের গল্প ফেঁদে বসল।

ছেলেটি সাকিনাকা শহরতলির বাসিন্দা। সে ও তার ১৯ বছরের এক বন্ধুকে ধরেছেন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা। বয়সে বড় ওই বন্ধুর সাহায্যে সে নিজের অপহরণের ছক কষেছিল।

অভিযুক্ত কিশোরের আত্মীয়রা পুলিশে অভিযোগ করেন, তাকে সাকিনাকা থেকে অপহরণ করেছে দুষ্কৃতীরা, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। তার বাবা কাজ করেন পালঘর জেলার তালাসারি এলাকার এক গুদামে। অচেনা নম্বর থেকে ফোন করে আধকোটি টাকা দাবি করা হয়েছে তাঁর কাছ থেকে। বলা হয়েছে, ম্যানর এলাকায় একটি জায়গায় গিয়ে ওই টাকা দিয়ে আসতে। সঙ্গে হুঁশিয়ারি, পুলিশে খবর দেওয়া চলবে না।

তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চ মোবাইল নম্বরটির লোকেশন দেখে ম্যানরের একটি লজে। সেখানে গিয়ে পুলিশ খোঁজ পায় ওই কিশোর আর তার সঙ্গী ১৯ বছরের সদ্য তরুণের। অভিযোগ, ওই তরুণই ছেলেটির বাবাকে মুক্তিপণ চেয়ে ফোন করেছিল। জেরায় উঠে আসে, তারা দুজনে আসলে বন্ধু, নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে অপহরণের নাটক করে তারা। বাবার কাছ থেকে ৫০ লাখ টাকা হাতিয়ে বান্ধবীর পরিবারকে দেওয়ার কথা ভেবেছিল ছেলেটি।