নয়াদিল্লি: ব্রিটেনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের জনাদেশের প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতেও। বড় পতন সেনসেক্সে। কমছে টাকার দাম। লোকসানের আশঙ্কা বাণিজ্যকারী ভারতীয় সংস্থাগুলির। পড়ছে টাটা মোটর্স, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর শেয়ারমূল্য।  দাম কমল টাকার। আজ বাজার খোলার আগেই ডলারের তুলনায় টাকার দাম কমে যায়। ১ ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা। এরইমধ্যে আশঙ্কা, মহার্ঘ হতে পারে আমদানি নির্ভর পেট্রোল-ডিজেল।
এই পরিস্থিতেতে আসরে নামল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও বলেছেন পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, বাজারে দিকে নজর রাখা হচ্ছে। কোনও রকম গোলমাল দেখা দিলে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বলেছেন, স্বল্প ও মাঝারি মেয়াদে ব্রেক্সিটের প্রভাব মোকাবিলা ভারতীয় অর্থনীতি তৈরি। দেশের অর্থনীতিতে ব্রেক্সিটের প্রভাব যথাসম্ভব কম করাই সরকারের লক্ষ্য।
এক বিবৃতিতে জেটলি বলেছেন, গণভোটের রায়কে ভারত শ্রদ্ধা করে। একইসঙ্গে আগামী দিনগুলিতে এর প্রভাব সম্পর্কেও সরকার ওয়াকিবহাল। তিনি বলেছেন, বিশ্বায়নের যুগে অনিশ্চয়তা ও অস্থিরতা রয়েইছে। ব্রেক্সিটের রায় এই অস্থিরতায় প্রভাব ফেলবে। কারণ, গণভোটের রায় ব্রিটেন, ইউরোপ এবং বাকি বিশ্বে কী ধরনের প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত। সম্ভাব্য এই টালমাটাল পরিস্থিতি বিশ্বের সমস্ত দেশগুলিকেই সতর্ক সঙ্গে মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে মাঝারি মেয়াদে এর প্রভাব সম্পর্কে সাবধান রাখতে হবে।
ব্রেক্সিটের প্রভাব মোকাবিলায় ভারত পরিস্থিতি মোকাবিলা সম্পূর্ণ তৈরি বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি  বলেছেন, ভারত বিশ্বের অন্যতম সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতি। পরিস্থিতির মোকাবিলায় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলি একযোগে কাজ করছে। একইসঙ্গে মাঝারি মেয়াদে সরকার পণ্য পরিষেবা কর (জিএসটি) সহ অন্যান্য সংস্কারের কর্মসূচী এগিয়ে নিয়ে যাবে।