ইটানগর: সেনাবাহিনীর যাতায়াতের সুবিধের জন্য চিন সীমান্ত লাগোয়া অঞ্চলে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করছে ভারত।
জানা গিয়েছে, সুড়ঙ্গ দুটি তৈরি করছে প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ বর্ডার রোডস অর্গানাইজেশন বা সীমান্ত সড়ক সংস্থা। এদিন এক বিবৃতির মাধ্যমে বিআরও জানিয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াঙে ওই সুড়ঙ্গ দুটি নির্মাণ করা হচ্ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,১৭০ মিটার উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথের মধ্য দিয়ে ওই সুড়ঙ্গগুলি তৈরি করা হবে। সংস্থার মতে, নতুন ই সুড়ঙ্গের ফলে অসমের তেজপুরে অবস্থিত সেনার ৪ কোর সদর থেকে অরুণাচলের তাওয়াঙে পৌঁছতে এক ঘণ্টা সময় কম লাগবে।
বিআরও আরও জানিয়েছে, সুড়ঙ্গগুলির ফলে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষকরে তাওয়াং ও বোমডিলার মধ্যে ১৭১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তা সারা বছর সচল থাকবে।
এতে, পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে। পাপাশাশি, এই সুড়ঙ্গের ফলে তাওয়াঙে প্রচুর পরিমাণ পর্যটকও আসতে পারবেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই পশ্চিম কামেং জেলার ডেপুটি কমিশনার সোনাল স্বরূপকে জরুরি ভিত্তিতে সেলা সুড়ঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে অনুরোধ করেছে বিআরও-র ৪২ নম্বর টাস্ক ফোর্সের কম্যান্ডার আরএস রাও।
বিআরও জানিয়েছে, প্রকল্পের আওতায় বৈশাখী থেকে এক-লেনের রাস্তাকে আরও চওড়া করে জাতীয় সড়কের মতো ডবল লেন করা হবে। পাশাপাশি, সেলা-ছাবরেলা পার্বত্য খাদের মধ্য দিয়ে ৪৭৫ মিটার ও ১৭৯০ মিটারের দুটি সুড়ঙ্গ তৈরি করা হবে। এই সুড়ঙ্গ দুটি নুরারাং দিকে বালিপাড়া-চৌধুর-তাওয়াং সড়কে মিলিত হবে।