নয়াদিল্লি: বাহিনীর জওয়ানদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয় বলে ভিডিও পোস্ট করে অভিযোগ তোলা বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবকে অবশেষে চাকরি থেকে বরখাস্ত করা হল। স্টাফ কোর্ট অব এনকোয়্যারির রিপোর্টে কনস্টেবল পদমর্যাদার কর্মী যাদবের অভিযোগ মিথ্যা বলে জানানো হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতেই বাহিনীর সব কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য বিএসএফ আইনের আওতায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল বলে জানান বাহিনীর জনৈক শীর্ষ কর্তা।
তিনি বলেন, বাহিনীতে বেঁধে দেওয়া রীতি-পদ্ধতি লঙ্ঘন করে ওই ভিডিও আপলোড করা সহ শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কিছু অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে যাদবকে। তবে এই পদক্ষেপের বিরুদ্ধে তিন মাসের মধ্যে আবেদন করার রাস্তা খোলা আছে।
গত জানুয়ারিতে প্রকাশ্যে বোমা ফাটিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর ওই জওয়ান দাবি করেন, সরকার জওয়ানদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করলেও বাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা বাজারে তা বেচে দিয়ে নিয়ম ভাঙছেন। নীচুতলার জওয়ানদের কষ্ট করতে হচ্ছে। ভিডিওতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় বিএসএফের একটি ইউনিটের সদস্য যাদব দাবি করেন, তাঁদের জলের মতো ডাল পরিবেশন করা হয়, যাতে থাকে শুধু হলুদ আর নুন। সঙ্গে দেওয়া হয় পোড়া চাপাটি।
এ নিয়ে তুমুল শোরগোল হয়। তিনি ছিলেন বাহিনীর ২৯-তম ব্যাটালিয়নে। তদন্ত চলাকালে যাদবকে বদলি করা হয় জম্মুর বিএসএফ ব্যাটালিয়নে।
মিথ্যা! তদন্ত রিপোর্ট, ভিডিওতে নিম্ন মানের খাবার সরবরাহের অভিযোগ তোলা জওয়ানকে বরখাস্ত করল বিএসএফ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Apr 2017 04:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -