নয়াদিল্লি: সীমান্ত রক্ষী বাহিনীতে (বিএসএফ) জওয়ানদের খারাপ মানের খাবার পরিবেশনের অভিযোগ সম্বলিত ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে শিরোনামে আসা তেজবাহাদুর যাদবের একাধিক ফেসবুক অ্যাকাউন্টের দিকে এবার নজর পড়েছে সরকারের। ফেসবুকে তাঁর 'বন্ধুদের' লিস্টে অনেকেই পাকিস্তানি, এটা নজরে আসার পর বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলি। দেখা যাচ্ছে, ওই বিএসএফ জওয়ানের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে 'বন্ধু'র সংখ্যা ৬ হাজারের বেশি। এদের ১৭ শতাংশই পাকিস্তানি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তেজবাহাদুরের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, পাকিস্তানের অনেকেই সেখানে তাঁর বন্ধু। এইসব লোকজনের সঙ্গে তাঁর কী বার্তা বিনিময় হয়েছে, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে তেজবাহাদুরের নামে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও সবগুলি আসলে তাঁরই কিনা, সেটাও যাচাই করে দেখছেন গোয়েন্দারা।
ঘটনাচক্রে আজই দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে, দুদিন থাকতে তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা দেবীকে অনুমতি দিতে হবে। শর্মিলা হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে আদালতে দাবি করেছিলেন, খাবারের মান নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলায় তাঁর স্বামীকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। যদিও এএসজি সঞ্জয় জৈন আদালতে জানিয়েছেন, তেজবাহাদুরকে আটকে রাখার অভিযোগ ঠিক নয়, তাঁকে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে বদলি করা হয়েছে।