তেজবাহাদুর যাদব নামে বছর চল্লিশের ওই জওয়ান অভিযোগ করেন, জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন জওয়ানদের কার্যত উপবাসে থাকতে হয়। সকালে প্রাতরাশ বলতে একটা পরোটা ও চা। তরকারি, আচার কিচ্ছু থাকে না। দুপুরে দেওয়া হয় শুধু নুন, হলুদ দিয়ে সেদ্ধ করা জলের মত ডাল আর রুটি। ১১ ঘণ্টা টানা ডিউটি দিতে হয় তাঁদের, অনেক সময় পুরো ডিউটির সময়টাই দাঁড়িয়ে থাকতে হয়। এই খাবারে এত পরিশ্রমসাধ্য কাজ করা তাঁদের পক্ষে কঠিন। অনেক সময় জওয়ানরা না খেয়েই শুয়ে পড়েন বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর আরও অভিযোগ, বরিষ্ঠ আধিকারিকরা সরকারি রসদ চুরি করছেন। তাঁর কথায়, ভারত সরকার জওয়ানদের জন্য সবরকম জিনিসপত্র পাঠায়। কিন্তু আধিকারিকরা তা চুরি করে নেন। এ ব্যাপারে তদন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধও করেন তিনি।