আগরতলা: প্রায় ৩০০ বাংলাদেশী নাগরিকের অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা বানচাল করল বিএসএফ।
সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল ত্রিপুরার খোয়াই জেলার চম্পাহর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে প্রায় ৩০০ বাংলাদেশী। সজাগ বিএসএফ জওয়ানরা তাদের আটক করে। এরপর রাতে বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-র ফ্ল্যাগ মিটিংয়ের পর তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার উত্তম ভৌমিক জানান, ওই অনুপ্রবেশকারীরা আদতে উপজাতি। বাংলাদেশের হাবিবগঞ্জ জেলার চুনারুঘাট থেকে তাদের তাড়িয়ে দেয় বিজিবি। এরপর তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করে।
জানা গিয়েছে, আটক করার পর বিএসএফ এবং খোয়াই প্রশাসন ওই উপজাতিদের খাবার, পানীয় জল ও অস্থায়ী থাকার জায়গা করে দেয়। পরে ফ্ল্যাগ মিটিয়ের পর তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
ত্রিপুরায় বিএসএফের হাতে আটক ৩০০ বাংলাদেশী অনুপ্রবেশকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2016 12:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -