নয়াদিল্লি: ডক্টরেট করতে ইচ্ছুক দেশের সেরা এক হাজার বি.টেক পড়ুয়াকে বিশেষ ফেলোশিপ থেকে শুরু করে ২৪টি নতুন মেডিক্যাল কলেজ গঠন—ঘোষণা করা হল ২০১৮-১৯ সালের কেন্দ্রীয় বাজেটে।


বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেটে শিক্ষাক্ষেত্রে ৮৫,০১০ কোটি টাকা বরাদ্দ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর মধ্যে ৩৫,০১০ কোটি টাকা উচ্চশিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে। স্কুলশিক্ষার জন্য বরাদ্দ ৫০ হাজার কোটি।


জেটলি বলেন, আমরা শিশুদের স্কুলে পাঠাতে তো সক্ষম হয়েছি। কিন্তু, সেখানে শিক্ষার সার্বিক গুণমান উদ্বেগের বিষয়। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি—স্কুলশিক্ষায় কোনও বিভাজন ছাড়াই তাতে সার্বিক উন্নতি ঘটানো হবে।


এদিন বাজেটে পূর্ণাঙ্গ পরিকল্পনা ও স্থাপত্য পঠনপাঠনের স্কুল তৈরি করা হবে। এর পাশাপাশি, আইআইটি ও এনআইটি-র অধীনে আরও ১৮টি পরিকল্পনা ও স্থাপত্য স্কুল তৈরি করা হবে। যা স্বশাসিত হবে।


এদিন প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রোগ্রামের ঘোষণা করেন জেটলি। জানান, আইআইটি ও আইআইএসসিতে পিএইচডি করতে ইচ্ছুক দেশের সেরা এক হাজার বি টেক পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় ফেলোশিপ প্রদান করা হবে।


জেটলি জানান, দেশে বর্তমানে রোগী ও চিকিৎসকের মধ্যে অনুপাত অত্যন্ত খারাপ। তা বদলাতে দেশে ২৪টি নতুন মেডিক্যাল কলেজ গড়ার প্রস্তাব দেন তিনি। তিনি বলেন, সরকারের লক্ষ্য, প্রতি তিন লোকসভা কেন্দ্রের জন্য একটি করে মেডিক্যাল কলেজ গড়া।