লখনউ: পুলিশের ইমারজেন্সি হেল্প লাইন নম্বর, সাধারণ মানুষ বিপদে পড়লেই ব্যবহার করে থাকেন। কিন্তু হালে উত্তরপ্রদেশ পুলিশের হেল্প লাইন নম্বরে এমন কিছু ফোন আসছে, যার জেরে কার্যত বাকরুদ্ধ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।
১০০ ডায়াল করে উত্তরপ্রদেশ পুলিশের কাছে একজনের অভিযোগ, আমার মোষ ছাদে উঠে গিয়েছে, প্লিজ সাহায্য করুন। আবার আর একজন ফোন করে অভিযোগ জানালেন, তাঁর স্ত্রী তাঁকে সকালে ঘুম থেকে উঠে চা দেননি, কিছু ব্যবস্থা করুন। আবার কেউ বলেন, স্ত্রী রাত্রি বেলা দরজা খুলে রেখে ঘুমতে যান। বন্ধ করে দিলে রাগারাগি করেন। প্রথমে হতচকিত হয়ে গেলেও, পরে ঠান্ডা মাথায় অভিযোগকারীদের বুঝিয়েছেন পুলিশ।
কীভাবে এধরনের অভিযোগের সমাধান করেন পুলিশরা জানেন? মোষ ছাদে উঠে গিয়েছে বলায়, অভিযোগকারীকে পুলিশ বলেন, খড়, ঘাষ, সবজি নিয়ে মোষকে মাঠের দিকে ডেকে নিয়ে যান। ঠিক ছাদ থেকে নেমে যাবে। এমনকি অভিযোগ সত্য কিনা যাচাই করতে একটি পুলিশ রেসপন্স গাড়িও পাঠানো হয় ঘটনাস্থলে। মূলত পুলিশদের কাছে নির্দেশ রয়েছে যতটা শান্ত ভাবে এধরনের সমস্যার জবাব দিতে হবে তাঁদের।
তবে এক অভিযোগকারী বলেছিলেন, তাঁকে একটি হনুমান মন্দিরে গেলেই চড় মারে, তিনি কী করবেন? এই সমস্যার কোনও সমাধান দিতে পারেননি তাঁরা। আবার আর এক ব্যক্তি ফোন করে তাঁকে বলেন, তাঁর বাচ্চা মা না থাকায় সমানে কেঁদে চলেছে। আপনারা কেউ এসে তাকে ভয় দেখিয়ে ঘুম পারান। তবে এধরনের অনুরোধ রাখতে পারেননি উত্তরপ্রদেশ পুলিশের প্রতিনিধিরা।
মোষ উঠেছে ছাদে, স্ত্রী সকালে চা দেয়নি, স্ত্রী ঘুমতে যান দরজা খুলে রেখে, আজব ফোনে জেরবার উত্তরপ্রদেশ পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2018 02:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -