জয়পুর: রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ষাঁড়ের গুঁতোয় মারাত্মক জখম হয়ে আর্জেন্টিনার এক যুবকের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। মৃত যুবকের নাম জন পাবলো (২৯)। পুলিশ সূত্রে খবর, তিনি ২৭ অক্টোবর ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এই ঘটনার বিষয়ে আর্জেন্টিনার দূতাবাসকে অবহিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ আধিকারিক চায়না রাম জানিয়েছেন, শনিবার দুপুরে জয়পুর শহরের প্রধান বাজারের কাছে রাস্তা দিয়ে হাঁটছিলেন পাবলো। সেই সময় তাঁকে আক্রমণ করে একটি ষাঁড়। তার শিংয়ের গুঁতোয় গলা ও পেটে মারাত্মক আঘাত পান পাবলো। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও, বাঁচানো সম্ভব হয়নি।
জয়পুরে ষাঁড়ের গুঁতোয় আর্জেন্টাইন পর্যটকের মৃত্যু
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2017 11:50 AM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -