জয়পুর: রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ষাঁড়ের গুঁতোয় মারাত্মক জখম হয়ে আর্জেন্টিনার এক যুবকের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। মৃত যুবকের নাম জন পাবলো (২৯)। পুলিশ সূত্রে খবর, তিনি ২৭ অক্টোবর ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এই ঘটনার বিষয়ে আর্জেন্টিনার দূতাবাসকে অবহিত করা হয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক চায়না রাম জানিয়েছেন, শনিবার দুপুরে জয়পুর শহরের প্রধান বাজারের কাছে রাস্তা দিয়ে হাঁটছিলেন পাবলো। সেই সময় তাঁকে আক্রমণ করে একটি ষাঁড়। তার শিংয়ের গুঁতোয় গলা ও পেটে মারাত্মক আঘাত পান পাবলো। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও, বাঁচানো সম্ভব হয়নি।