লখনউ: দেশের প্রথম বুলেট ট্রেনের রুট হওয়া উচিত ছিল দিল্লি ও কলকাতার মধ্যে। এমনই মনে করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
বৃহস্পতিবার, আমদাবাদ ও মুম্বইয়ের মধ্যে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
জানা গিয়েছে, দুই শহরের মধ্যে ৫০৮ কিলোমিটারের দূরত্ব পার করতে সাত ঘণ্টার জায়গায় সময় লাগবে মাত্র তিন-ঘণ্টা। প্রকল্পের মোট খরচ প্রায় ১.১ লক্ষ কোটি টাকা। ২০২২ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমার মতে, (প্রথম বুলেট ট্রেন) নয়াদিল্লি ও কলকাতার মধ্যে হওয়া উচিত ছিল মোদী সরকারের।
অখিলেশ যোগ করেন, ওই রুটে চালু হলে ট্রেনটি উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে যেত। কারণ, সেখানে সর্বাধিক সংখ্যক গরিব ও কর্মহীন মানুষ বাস করেন।
অখিলেশ দাবি করেন, তাঁরাই প্রথম বুলেট ট্রেন প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। অখিলেশের মতে, এর খরচ অনেক বেশি। তৈরি হলেই জানা যাবে ভাড়া কত পড়বে।