নয়াদিল্লি: ট্রেনের জানলায় উঁকি দিতেই চোখাচোখি পেল্লায় অক্টোপাসের সঙ্গে। ইতিউতি সাঁতার কাটছে হাঙর, তিমি, শঙ্কর মাছ। একটাই ভরসা, কাচ আঁটা জানলা দিয়ে ভেতরে ঢুকতে পারবে না তারা। হ্যাঁ, মুম্বই- আমদাবাদ প্রথম বুলেট ট্রেনের আগামী যাত্রীরা এমনই রোমাঞ্চকর অভিজ্ঞতার শরিক হতে চলেছেন। ৫০৮ কিলোমিটার লম্বা এই রেল করিডরের ২১ কিলোমিটার যাবে সমুদ্রের নীচে সুড়ঙ্গপথে। রেল মন্ত্রক জানিয়েছে, করিডরের বেশিরভাগ মাটির ওপর দিয়ে চলার কথা থাকলেও মহারাষ্ট্রের ভিরারের দিকে থানে খাঁড়ির পর একটা অংশ তৈরি হবে সমুদ্রের তলায়। ৯৭,৬৩৬ কোটি টাকার এই প্রকল্পের ৮১ শতাংশর খরচ ঋণ হিসেবে দিচ্ছে জাপান। তবে বুলেট ট্রেনের যাত্রীভাড়া এতটাই বেশি, যে আমার আপনার পক্ষে তার নাগাল পাওয়া রীতিমত কষ্টকর।