চেন্নাই: ডিএমকে প্রধান এম করুণানিধির স্ত্রী রজতীআম্মালের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তের হাতে খেলনা বন্দুক ছিল।
চেন্নাইয়ের সিআইটি কলোনিতে রজতীআম্মালের বাড়িতে গতকাল বিকেলে হামলা করে ওই দুষ্কৃতী।
পুলিস জানিয়েছে, দোতলা বাড়িটির ওপরের তলায় লাইব্রেরিতে বিকেল ৫টা নাগাদ তাকে দেখতে পান করুণানিধির স্ত্রী। ওই ব্যক্তি বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। সোনাদানা, টাকাপয়সা বার করে দিতে বলে সে।
জিনিসপত্র আনার ছুতোয় রজতীআম্মাল কোনওভাবে পুলিশে খবর দেন। তখনই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে এসে ধরে ফেলেন ওই ব্যক্তিকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রাজেন্দ্র প্রসাদ, বয়স বছর ৩০। সে ট্রিপলিকেনের বাসিন্দা। তবে তার নামে আগের কোনও অপরাধের রেকর্ড নেই। তাকে মায়লাপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
করুণানিধির স্ত্রীর বাড়িতে ডাকাতের হামলা, হাতে খেলনা বন্দুক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2017 09:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -