নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে অর্থনীতিতে মন্দার ফাঁস পোক্ত হয়ে চেপে বসার আশঙ্কার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স অনুমোদন করে সাংসদদের পেনশন-ভাতা ৩০ শতাংশ ছাঁটার প্রস্তাব গ্রহণ করল। এক বছরের জন্য এই ত্যাগ স্বীকার করবেন সাংসদরা। চলতি বছরের ১ এপ্রিল থেকে তাঁরা কম বেতন, পেনশন নেবেন।
এজন্য ১৯৫৪র সংসদ সদস্য আইনে সংশোধন করে ওই অর্ডিন্য়ান্স চালু হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।
তিনি বলেছেন, সাংসদদের ভাতা, পেনশন হ্রাসে অর্ডিন্যান্সের পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও একাধিক রাজ্যের রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নররাও স্বেচ্ছায় কম
বেতন নিতে সম্মত হয়েছেন সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে।
এই অর্থ যাবে ভারতের কনসলিডেটেড ফান্ড বা তহবিলে। ধার বা ঋণ খাতে যে ব্যয় হয় বা করের মাধ্যমে সরকার যে মোট রাজস্ব সংগ্রহ করে, তাকে এই ফান্ড হিসাবে ধরা হয়।
কেন্দ্রীয় মন্ত্রী মিডিয়াকে এও জানান, ২০২২ পর্যন্ত এমপিল্যাডের ফান্ড দেওয়া হবে না।অর্থাত সাংসদরা নিজ নিজ লোকসভা কেন্দ্রের এলাকা উন্নয়নে যে ১০ কোটি টাকা পেয়ে থাকেন, তা আর পাবেন না। দেশগঠনে ওই তহবিল ঢালা হবে বলে জানা গিয়েছে।
এক বছর ৩০ শতাংশ ভাতা-পেনশন হ্রাস এমপিদের, অর্ডিন্যান্স অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়, কম বেতন নেবেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 05:18 PM (IST)
করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে অর্থনীতিতে মন্দার ফাঁস পোক্ত হয়ে চেপে বসার আশঙ্কার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্ডিন্যান্স অনুমোদন করে সাংসদদের পেনশন-ভাতা ৩০ শতাংশ ছাঁটার প্রস্তাব গ্রহণ করল। এক বছরের জন্য এই ত্যাগ স্বীকার করবেন সাংসদরা। চলতি বছরের ১ এপ্রিল থেকে তাঁরা কম বেতন, পেনশন নেবেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -