নয়াদিল্লি: রেলের নন-গেজেটেড কর্মীরা ৭৮ দিনের বেতনের সমান অর্থ বোনাস হিসেবে পাচ্ছেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কর্মীরা বাদে অন্যান্য বিভাগের ১২.৩০ লক্ষ কর্মী বোনাস পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, ৭২ দিনের বেতনের অর্থ বোনাস হিসেবে দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। তবে গত ৬ বছর ধরে ৭৮ দিনের অর্থ বোনাস হিসেবে দেওয়া হচ্ছে। তাই মন্ত্রিসভা ৭৮ দিনের অর্থই বোনাস হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুজোর ছুটি শুরু হওয়ার আগেই তাঁদের বোনাস দেওয়া হবে।
রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মীদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই উৎসাহ ভাতা হিসেবে বোনাস দেওয়া হবে। এর ফলে উৎপাদন, সুরক্ষা, গতি ও পরিষেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে। রেলকর্মীদের বোনাস দেওয়ার জন্য খরচ হবে ২,২৪৫.৪৫ কোটি টাকা।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, রেলে ৭৮ দিনের বোনাস
Web Desk, ABP Ananda
Updated at:
20 Sep 2017 07:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -