নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রকে পাঠানো হয়েছে স্মৃতি ইরানিকে। এবার সংসদীয় বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি থেকেও বাদ পড়লেন তিনি। স্মৃতি ওই কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য ছিলেন। তাঁকে সরিয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক যাঁর হাতে দেওয়া হয়েছে, সেই প্রকাশ জাভরেকরও কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসাবে ছিলেন। এদিন তাঁকে কমিটির পাকাপাকি সদস্য করা হল।
অন্যদিকে কমিটিতে এলেন নতুন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি তাঁর পূর্বসূরী ডি ভি সদানন্দ গৌড়ার বদলি হিসাবে কমিটিতে ঢুকলেন।
এ সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক থেকে ইস্তফা দেওয়া নাজমা হেপাতুল্লাহও আর এই কমিটির সদস্য থাকছেন না।
আবার মন্ত্রিসভার রদবদলে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রীর পদ খোয়ানো রাজীব প্রতাপ রুডিও বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে কমিটি থেকে বাদ পড়েছেন। তাঁর বদলে এলেন সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া। প্রসঙ্গত, সংসদীয় বিষয়ক মন্ত্রকে তিনি জুনিয়র মন্ত্রী। আইনমন্ত্রকে নবনিযুক্ত রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরিকেও সংসদীয় বিষয় সংক্রান্ত কমিটির সদস্য করা হয়েছে।
কমিটিতে বিশেষ আমন্ত্রিত হিসাবে জায়গা পেলেন সংসদীয় বিষয় সংক্রান্ত রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভিও।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে সংসদীয় বিষয় সংক্রান্ত এই কমিটিই সংসদের অধিবেশনের দিনক্ষণ, সময়সূচি সুপারিশ করে। কমিটিতে তিন বিশেষ আমন্ত্রিত সহ মোট ১১ জন সদস্য আছেন।
কমিটির বাকি সদস্যরা হলেন সুষমা স্বরাজ, অরুণ জেটলি, এম বেঙ্কাইয়া নাইডু, রামবিলাস পাসোয়ান, অনন্ত কুমার—প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা।
সংসদীয় বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি থেকে বাদ স্মৃতি
web desk, ABP Ananda
Updated at:
16 Jul 2016 01:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -