নয়াদিল্লি: মাঝারি ও বিলাসবহুল গাড়ির সেস বাড়ানোর লক্ষ্যে অর্ডিন্যান্সের মাধ্যমে জিএসটি কমপেনসেশন ল-তে সংশোধনী আনতে অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রস্তাবিত অর্ডিন্যান্সের মাধ্যমে পণ্য পরিষেবা কর, ২০১৭ (কমপেনসেসন টু স্টেটস) তে সংশোধনী আনা হবে। যার ফলে সর্বাধিক ক্ষতিপূরণ সেস বর্তমানে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা যায়।
বুধবার, মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, মাঝারি ও বিলাসবহুল গাড়ির ওপর সেস বাড়ানোর সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। তিনি বলেন, সরকারি নীতি কখনই এমন হতে পারে না যাতে বিলাসবহুল পণ্যের দাম কমে যাবে। তিনি যোগ করেন, কেবলমাত্র যে সব পণ্য বিপুল ব্যবহৃত হয়ে থাকে, সেগুলিরই দাম কমবে।
জেটলি আরও জানান, এই নতুন সেস সর্বাধিক ১৩ জন (চালক সমেত) যাত্রী বহনযোগ্য গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রসঙ্গত, জিএসটি কাউন্সিলে জেটলি ছাড়াও রয়েছেন সব রাজ্যের অর্থমন্ত্রীরা। বিলাসবহুল গাড়ির সেস বৃদ্ধির সুপারিশ আগেই করেছিল জিএসটি কাউন্সিল। কারণ, সেস বৃদ্ধি হলে এই খাতে রাজ্যগুলির আয় বাড়বে।