নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পরই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত প্রায় ৮ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংশোধিত বেতন স্কেলকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ইউজিসি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তহবিলে পরিচালিত প্রায় ১০৬ কলেজ ও বিশ্ববিদ্যালয়, রাজ্যগুলির পরিচালিত ৩২৯ বিশ্ববিদ্যালয় এবং রাজ্যগুলির সঙ্গে নথিভুক্ত ১২,৯১২ সরকারি ও বেসরকারি কলেজে কর্মরত ৭.৫৮ লক্ষ শিক্ষক ও সম-সংখ্যক শিক্ষাকর্মী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।
এর পাশাপাশি, এই সংশোধিত বেতন প্যাকেজের ফলে আইআইটি, আইআইএম, আইআইএসসি, আইআইএসইআর, আইআইআইটি এবং এনআইটিআইই সহ ১১৭টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরাও উপকৃত হবেন। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন স্কেল কার্যকর হবে।
জাভড়েকরের দাবি, পুরনো বেতনের তুলনায় নতুন বেতনের বৃদ্ধি ২২ থেকে ২৮ শতাংশ হবে। তিনি যোগ করেন, রাজ্যগুলি এই সংশোধিত বেতন স্কেলকে মান্যতা দিলে তবেই তা রাজ্য সরকার পরিচালিত প্রতিষ্ঠানে তা কার্যকর হবে। তিনি জানান, এর ফলে যে অতিরিক্ত খরচ হবে, তা বহন করবে কেন্দ্র।